দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাকিব স্মরনে স্মরণ সভা ও দোয়া মাহফিল শনিবার (২৫ এপ্রিল) বিকেলে জেল রোডস্থ বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জেলা শাখার আহবায়ক বীর মুক্তযোদ্ধা মকসেদ আলী মঙ্গলীয়ার সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. কামরুজ্জামানের উপস্থাপনায় স্মরন সভায় বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, সম্মিলিত পেশাজীবী পরিষদ জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, জেলা শ্রমিকদলের সভাপতি মো. সাইফুর রাজ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন চৌধুরী, মতিউর রহমান মাষ্টার প্রমূখ। আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাকিবের রুহের াগফিরাত কামনা করে মুনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের নেতা মাওঃ মো. মমিনুল ইসলাম।