সাভার: সাভারে ব্যাংক ডাকাতির ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম আইয়ুব আলী (৭০)। তিনি অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য ছিলেন।
সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম জানান, আইয়ুব আলী আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার রাত নয়টার দিকে তার মৃত্যু হয়েছে।
ঘটনার সময় গুলি করে-কুপিয়ে টাকা লুট করে পালানোর সময় জনতার প্রতিরোধের মুখে পড়ে ডাকাতেরা।
ওই সময় মসজিদের মাইকে খবর শুনে যারা ডাকাতদের প্রতিরোধে ছুটে গিয়েছিলেন তাদের একজন আইয়ুব আলী। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম হন তিনি।