দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের গাবুড়া রাজারামপুর গ্রামের অনিক হোসেন (২৫) নামের এক মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিয়েছেন মা।
রবিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় দিনাজপুর কোতয়ালী থানায় সোর্পদ করেন অনিকের মা ফেলাই বেগম।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খালেকুজ্জামান পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, ফেলাই বেগম নামের একজন মা তার মাদকাসক্ত ছেলেকে থানায় পুলিশের কাছে সোপর্দ করেছেন। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
ফেলাই বেগম জানান, আমার ছেলে অনেক দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদক সেবন করছিলো। নেশার টাকা জোগাড় করতে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত হয়ে যাচ্ছিলো। অপরাধমূলক কর্মকান্ড ও মাদকের কালো থাবা থেকে ছেলেকে রক্ষা করতে পুলিশের কাছে সোর্পদ করলাম।