রাজশাহী: ভূমিকম্পে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনিক ভবনসহ দুটি ভবনে সামান্য ফাটল দেখা দিয়েছে। রোববার দুপুর ১টা ১২মিনিটের ভূমিকম্পে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ ও তৃতীয় বিজ্ঞান ভবনে এ ফাটল দেখা যায়। তবে ফাটলগুলো তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী।
এদিকে রোববার দুপুরে আবারো দুই দফা ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন থেকে বেরিয়ে পড়েন শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভূমিকম্পে রাবি প্রশাসনিক ভবন-১ এর ১২৮ নম্বর কক্ষের পশ্চিম পাশের দেয়ালে প্রায় ১৫ ফুট চওড়া ও এক ইঞ্চির মতো গভীরভাবে ফাটল দেখা দিয়েছে। গতকাল শনিবারের দুই দফা ভূমিকম্পে একই স্থানে পাঁচ ফুটের মতো ফাটল দেখা দিয়েছিলো। ভবনের ওই কক্ষে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।
প্রশাসনিক ভবনের ১২৮ নম্বর কক্ষের কর্মকর্তারা জানান, শনিবারের ভূমিকম্পে দেয়ালে সামান্য ফাটল দেখা যায়। ভবনটি একটু পুরাতন হওয়ায় এমনিতেই ফেটে যেতে পারে বলে মনে করেছিলেন তারা। কিন্তু রোববারের ভূমিকম্পে দেয়ালের ফাটলের দৈর্ঘ্য ১৫ ফুটের বেশি বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় ওই কক্ষে কার্যক্রম পরিচালনা করতে নিরপত্তাহীনতা বোধ করছেন বলে জানান তারা।
এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনের চতুর্থ তলায় অবস্থিত জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ল্যাবের সামনে সদ্য নির্মিত দক্ষিণ ও পশ্চিম পাশের দেয়ালে সামান্য ফাটল দেখা দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. সিরাজুম মুনীর বলেন, ভূমিকম্পে বিশ্ববিদ্যালয়ের দুটি ভবনে সামান্য ফাটল দেখা দিয়েছে বলে জেনেছি। ফাটলগুলো তেমন গুরুতর নয়। তারপরও বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রোববার দুপুর ১টা ১২ মিনিটে নেপালের কোদারির ১৭ কি.মি. দক্ষিণে রিখটার স্কেল ৬.৭ মাত্রায় ভূমিকম্প উৎপত্তি হয়। প্রথম দফার ভুমিকম্প একমিনিট স্থায়ী হয়। একমিনিট পর আাবরো ২০ সেকেন্ড ধরে ভূমিকম্প আঘাত হানে।