ঢাকা: আসন্ন সিটি নির্বাচনে আগের নির্বাচনগুলোর তুলনায় এ নির্বাচনে তিন-চার গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ শাহ নেওয়াজ। এতে কোনো ধরনের গোলমাল হবে না বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
রোববার নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
শাহ নেওয়াজ বলেন, “ভোটারদের জন্য আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি। এবার আগের নির্বাচনের তুলনায় এবার তিন-চার গুণ বেশি নিরাপত্তা বাহিনী নিয়োজিত থাকবে। এতে নির্বাচনে কোনো ধরনের গোলমাল হবে না।”
তবে গোলমাল হলে সেনাবাহিনীর সদস্যরা প্রস্তুত থাকবে বলেও জানান ইসির এই কমিশনার।
পর্যাপ্ত নিরাপত্তার কথা উল্লেখ করে ভোটারদের উদ্দেশে নেওয়াজ বলেন, “তারা যেন ভোটকেন্দ্রে এসে ফেসটিভ মুডে (উৎসবমুখর পরিবেশ) ভোট দেন।”