গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বজ্রপাতে মামদ আলী (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের কটকগাছা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মামদ আলী ওই গ্রামের হযরত আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে গুড়ি গুড়ি বৃষ্টি মধ্যে বাড়ির পাশের খেত থেকে ধান কেটে বাড়ি ফিরছিল মামদ। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় সে।
স্থানীয় গজারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনোতোষ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।