রংপুর: পরপর দুই দিনে টানা চার দফা ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে গেছে নেপাল। ঐতিহ্যের কাঠমুন্ডু শহরে এখন শুধুই লাশের মিছিল। বাতাসে ছড়িয়ে পড়া কান্নার আওয়াজ নাড়া দিচ্ছে বিশ্ববাসীকে। আর তাই অসহায় নেপালিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে রংপুরে নেপালি ছাত্র-ছাত্রীদের উদ্যোগে ‘হেল্প নেপাল-প্রে ফর নেপাল’ শ্লোগানে র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিহ হয়েছে।
সোমবার দুপুরে রংপুর মেডিকেল কলেজের এলাকা থেকে কয়েকশ’ নেপালি মেডিকেল ছাত্র-ছাত্রীরা এ র্যালি বের করে। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক লাইব্রেরি মাঠে গিয়ে শেষ হয়।
র্যালিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর ডেন্টাল কলেজ, নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ, প্রাইম মেডিকেল কলেজসহ বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যায়নরত নেপালি ছাত্র-ছাত্রীরা অংশ নেন। এ সময় তারা ভূমিকম্পে হতাহত ও ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় ‘হেল্প বক্সে’ সাহায্যের আহ্বান জানান।