সিসি ডেস্ক: হিমালয়কন্যা নেপালে আবারও আঘাত হেনেছে ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। রোববার রাত ১০টায় এ ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রোববার দুপুরের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তীব্বত সংলগ্ন নেপালের সীমান্তবর্তী কোদারি এলাকার ১৭ কিলোমিটার দক্ষিণে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। উৎপত্তিস্থলে রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৭। বাংলাদেশ সময় দুপুর ১টা ১৩ মিনিটে নেপালসহ একযোগে কেঁপে ওঠে বাংলাদেশ, ভারত।
রবিবারের ভূমিকম্পের পর কাঠমান্ডুর ত্রিভূবন বিমানবন্দর এক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়। ফলে আকাশ থেকেই ফিরে যেতে বাধ্য হয় নেপালে আসা কয়েকটি ফ্লাইট। তবে ভূমিকম্পের এক ঘণ্টা পর আবারও রানওয়ে খুলে দেওয়া হলে ফ্লাইট উঠানামা শুরু হয়।