সিসি ডেস্ক: নির্বাচনের ফলাফল ঘোষণার জন্য প্রস্তুত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয়। মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
রাজধানীর গুলিস্তানের নাট্যমঞ্চের অস্থায়ী কার্যালয় হতে ঢাকা দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা শুরু করবেন। ইতিমধ্যে ফলাফল ঘোষণার সব আয়োজন শেষ হয়েছে। গণমাধ্যমের সংবাদ কর্মী, নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান করছে।
ঢাকা দক্ষিণ সিটির সংরক্ষিত ওয়ার্ডের সংখ্যা ১৯টি এবং সাধারণ ওয়ার্ড ৫৭টি। ভোটকেন্দ্রের সংখ্যা ৮৮৯টি ও ভোট কক্ষ ৪ হাজার ৭৪৬টি। মোট ভোটার ১৮ লাখ ৭০ হাজার ৭৫৩ জন। এর মধ্যে মহিলা ভোটার ৮ লাখ ৬১ হাজার ৪৬৭ জন ও পুরুষ ভোটার ১০ লাখ ৯ হাজার ২৮৬ জন।
ঢাকা দক্ষিণ সিটির প্রিজাইডিং অফিসার রয়েছেন ৮৮৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৪ হাজার ৭৪৬ জন। পোলিং অফিসার ৯ হাজার ৪৯২ জন। মোট ১৫ হাজার ১২৭ জন কর্মকর্তা নিয়োজিত রয়েছেন।
এই সিটিতে মেয়র পদে ২০ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৯৭ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।