খবর বিজ্ঞপ্তি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে সান্ধ্যকালীন এমবিএ (প্রফেশনাল) কোর্সের গ্রীষ্মকালীন ব্যাচে ভর্তি চলছে।
উত্তরবঙ্গে ব্যবসায় শিক্ষার প্রসার ও দক্ষ নির্বাহী তৈরির লক্ষ্যে এই কোর্সর দ্বিতীয় ব্যাচের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ২০ এপ্রিল ২০১৫। ব্যাচেলর ডিগ্রীধারীগণ এই কোর্সে ভর্তির জন্য আগামী ১৪ মে ২০১৫ পর্যন্ত সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত ফর্মে আবেদন করতে পারবেন। আগামী ২২ মে ২০১৫ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অনুষদভূক্ত ম্যানেজমেন্ট স্টাডিজ, মার্কেটিং, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ ও ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রতিটিতে ৫০টি করে মোট ২০০টি সীট বরাদ্দ রয়েছে। ভর্তি ফর্ম, প্রোস্পেকটস ও ভর্তি তথ্য সংশ্লিষ্ট বিভাগ (একাডেমিক ভবন ৩, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর) থেকে সংগ্রহ করা যাবে।
ভর্তির বিস্তারিত তথ্য ০১৭১৯৫০৮৪৩২ (ম্যানেজমেন্ট), ০১৭১৮৬৩৪৩৯৩ (মার্কেটিং), ০১৭৩৭১১২৬০৮ (এআইএস), ০১৭১৩৭৬৭৭৩৩ (ফাইন্যান্স) অথবা Website: www.brur.ac.bd -এ পাওয়া যাবে।