ঠাকুরগাঁও: ভূমিকম্পে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ফাতেমা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন। উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বেলহারা গ্রামে সোমবার সন্ধ্যায় ভূমিকম্পের সময় মাটিতে পড়ে গিয়ে তিনি মারা যান।
বড়বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভূমিকম্পের কারণে আব্দুল বারেকের স্ত্রী ফাতেমা বেগম মাটিতে পড়ে যান। এ সময় তিনি হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা যান।