suশেরপুর: শেরপুর সদর উপজেলার গাজীর খামার কান্দাপাড়া গ্রামের পাঁচ সন্তানের জনক দিনমুজুর হাতেম আলী (৪৫) ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। তিনি ওই গ্রামের মৃত ওয়াজ উদ্দিনের ছেলে।
সোমবার দিবাগত রাতে বাড়ির পাশের কাঠাল গাছের ডালে ঝুলে আত্মহত্যা করলে মঙ্গলবার ভোরে স্বজনরা তার লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ থানায় নিয়ে আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজার রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশের ময়নাতদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’