খেলাধুলা ডেস্ক : প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ৩৩২ রান তুলে অলআউট হয় বাংলাদেশ। জবাবে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ব্যাট করে দিন শেষে সংগ্রহ করেছে ২২৭/১ । উইকেটের পেছনে দাঁড়ানো বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম ইনজুরিতে পড়েছেন। আর ইনজুরির কারণে মাঠ ছেড়েছেন তিনি। তার পরিবর্তে গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়িয়েছেন ইমরুল কায়েস।
ম্যাচের ৩৫তম ওভারটি করতে আসেন মোহাম্মদ শহিদ। তার করা প্রথম বলে আজহার আলী উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন। মুশফিক ঝাঁপিয়ে পরে সেটা লুফে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন। ব্যর্থ হওয়ার পাশাপাশি তিনি আঙুলে ব্যথা পান। চিকিৎসক এসে তার আঙুলে কিছু স্প্রে করে যান। এরপর অবশ্য মুশফিক খেলা চালিয়ে গেলেও সেটা বেশিক্ষণ সম্ভব হয়নি। এক পর্যায়ে তিনি ব্যথার কারণে মাঠ থেকে উঠে যান। তার পরিবর্তে উইকেটের পেছনে দাঁড়ান ইমরুল কায়েস।