চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে চসিকের ৭১৯টি ভোটকেন্দ্রের মধ্যে সবকয়টির বেসরকারি ফলাফল ঘোষণা করেন চট্টগ্রামের বিটার্নিং অফিসার আবদুল বাতেন। এতে দেখা গেছে, আ জ ম নাছির উদ্দিন হাতি মার্কায় ৪ লাখ ৭৫ হাজার ৩৬১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর আলম কমলালেবু প্রতীকে পেয়েছেন ৩ লাখ ৪ হাজার ৮৩৭ ভোট।
চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামে অবস্থিত নির্বাচন কমিশনের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী আ জ ম নাছির উদ্দিন নিকটতম প্রতিপক্ষের চেয়ে ১ লাখ ৭০ হাজার ৫২৪ ভোট বেশি পেয়েছেন।
অবশ্য মঙ্গলবার দুপুরের আগেই নির্বাচনে কারচুপি আর কেন্দ্র দখলের অভিযোগ এনে বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর আলম নির্বাচন বয়কটের ঘোষণা দেন। এতে আ জ ম নাছিরের বিজয় শতভাগ নিশ্চিত ধরে নেন আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকরা।