ঢাকা : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ১০৯৩টি ভোটকেন্দ্রের মধ্যে সবকয়টির ফলাফল পাওয়া যায়।
আনিসুল হক টেবিল ঘড়ি প্রতীকে ৪ লাখ ৬০ হাজার ১১৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাবিথ আউয়াল বাস মার্কায় পেয়েছেন ৩ লাখ ২৫ হাজার ৮০ ভোট।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থাপিত ডিএনসিসি নির্বাচনের কার্যালয়ে ঢাকা উত্তরের প্রধান রিটার্নিং কর্মকর্তা শাহ আলম ফলাফল ঘোষণা করেন।
ঢাকা উত্তরে ৩৬ ওয়ার্ডে মোট ভোটার ২৩ লাখ ৪৫ হাজার ৩৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ২৪ হাজার ৭০১ ও নারী ভোটার ১১ লাখ ২০ হাজার ৬৭৩ জন। সাধারণ ওয়ার্ডের সংখ্যা ৩৬। সংরক্ষিত নারী ওয়ার্ডের সংখ্যা ১২টি।
ডিএনসিসির নির্বাচনে ২৮১ জন সাধারণ কাউন্সিলর পদে, ৮৯ জন সংরক্ষিত কাউন্সিলর পদে ও ১৬ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।