বিনোদন ডেস্ক : চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে শচীন কন্যা সারার। এমন খবরে সম্প্রতি যখন মুখরিত ভারতীয় মিডিয়া তখন নিজের মেয়েকে নিয়ে এমন গুঞ্জনকে উড়িয়ে দিলেন বাবা শচীন টেন্ডুলকার।
পাশাপাশি এটিও জানিয়েছেন মেয়ের সিনেমায় নামার ‘ভুল’ খবর মিডিয়ায় ফলাও করে প্রকাশিত হওয়ায় প্রচণ্ড চটেছেন তিনি। ১৭ বছরের মেয়ের সিনেমার নামার খবরটি একেবারেই জল্পনা বলে উড়িয়ে টুইটারে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মাস্টার ব্লাস্টার এ ক্রিকেটার।
শচীনের দুই সন্তানের মধ্যে মেয়ে সারাই বড়। সম্প্রতি শোনা যায়, সে বলিউডে পা রাখতে চলেছে। অভিনেতা শাহিদ কাপুরের সঙ্গে এক রোমান্সের দৃশ্যে দেখা যাবে তাকে। বাবার টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল খুবই অল্প বয়সে। সারাও কম বয়সেই বলিউডে ইনিংস শুরু করতে তৈরি হচ্ছে।
মিডিয়ায় এসব জল্পনা চলছে দেখে টুইটারে ক্ষোভ জানিয়ে শচীন বলেছেন, ‘আমার মেয়ে সারা এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত। তাতেই ডুবে রয়েছে। ওর সিনেমায় নামা নিয়ে যে ভিত্তিহীন জল্পনা চলছে, তাতে খুব বিরক্ত হচ্ছি।’