চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: ছিনতাইয়ের সময় হাতেনাতে ৪ ছিনতাইকারীকে আটক করেছে চিরিরবন্দর থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে ২৮ এপ্রিল রাতে ইসবপুর ইউনিয়নের দক্ষিণ নগর গ্রামে বটতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে।
সূত্রমতে, ওই স্থানে ছিনতাইকারীরা বিন্যাকুড়ীহাটের হাটুরেদের কাছ থেকে টাকা-পয়সা, ১টি ১০০ সিসি ফ্রিডম মোটরসাইকেল ছিনতাই করে। এমতাবস্থায় ছিনতাইয়ের কবলে পড়া ব্যাক্তিরা গোপনে ছিনতাইয়ের খবর থানা পুলিশকে অবহিত করলে পুলিশ স্থানীয় জনতার সহায়তায় ৪ ছিনতাইকারীকে আটক করে। তাদের সাথে থাকা অন্য ছিনতাইকারীরা পালিয়ে যায়।
আটকৃতরা হলেন পার্বতীপুর উপজেলার আমবাড়ী কাজীপাড়ার লুৎফর রহমানের পুত্র শাহারিয়ার আহম্মেদ (১৯), দিনাজপুর সদর উপজেলার খোকন মৌলভীর এলাকার আরিফুজ্জামানের পুত্র আশিক জামান রকি (১৮), চিরিরবন্দর উপজেলার নান্দেরাই গ্রামের আব্দুল বারীর পুত্র মোঃ উমর ফারুক (২২) ও দিনাজপুর উত্তর বালুবাড়ীর জয়নাল আবেদীনের পুত্র মোঃ রবিউল ইসলাম রবি (১৯)।
এ ব্যাপারে চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ আনিসুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।