আন্তর্জাতিক ডেস্ক : পাপুয়া নিউ গিনিতে নতুন করে ভূমিকম্প আঘাত হানার কয়েক ঘণ্টা পর শুক্রবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মাঝারি আকারে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। আর পাপুয়া নিউ গিনিতে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। বৃহস্পতিবারও দেশটিতে ভূমিকম্প আঘাত হেনেছিল। এক সপ্তাহের মধ্যে নেপালে বেশ কয়েক দফা ও ভারতে ভূমিকম্প আঘাত হানে।
আন্দামানের পোর্ট ব্লেয়ারের ১৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে জানা গেছে। তবে বড় কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শুক্রবার এ খবর জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
এক বিবৃতিতে ভারতের মেট্রোলজিক্যাল বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার ২টা ৩০ মিনিটে আন্দামান নিকোবর অঞ্চলে রিখটার স্কেলে ৫ দশমিক ৪ মাত্রায় ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে পাপুয়া নিউ গিনিতে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সার্ভে জানিয়েছে। আগের দিন দেশটিতে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে সেখানে হতাহতের খবর পাওয়া যায়নি। গত ২৫ এপ্রিল নেপালে শক্তিশালী ভূমিকম্পে প্রায় ছয় হাজার লোক মারা যান। আহত হয়েছে প্রায় সাত হাজারের বেশি।