জয়পুরহাট : জয়পুরহাটের সবুজ নগরে দিন-দুপুরে জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আফজাল হোসেনকে (৩০) ডেকে নিয়ে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। তার বাবার নাম সামছুল আলম।
সদর থানা সূত্রে জানা গেছে, দুপুরে আফজালকে পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা ডেকে নিয়ে যায় সবুজ নগরের পাশের একটি মাঠে। সেখানে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে আত্মীয়-স্বজন ও এলাকার লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
সদর থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দ্রুত এই ঘটনার সঙ্গে জড়িতদের আটকের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
উল্লেখ্য, কয়েক মাস আগে আল আমিন নামে এক যুবক খুন হয়েছিল। আল আমিনকেও প্রকাশ্যে দিবালোকে জয়পুরহাটের দুর্গাদহ বাজারে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।