• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ খানসামায় আটক ৫ জুয়াড়ির ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড 

পার্বতীপুরে প্রতিপক্ষের ক্রিকেট ব্যাটের আঘাতে যুবক নিহত

Dinajpur-Horta-Pic -03-05-15_0003পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ব্যাটের আঘাতে আরিফুল ইসলাম (২০) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আকরাম আলীকে (১৯) আটক করেছে পুলিশ।
শনিবার বিকেল ৫টায় আরিফুল আহত হওয়ার পর তাকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ রোববার ভোরে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহত আরিফুল পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর দোলাপাড়া গ্রামের নবাব আলীর ছেলে।
পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শনিবার বিকেল ৫ টার দিকে গোবিন্দপুর বাইতুল আমান ফাজিল মাদরাসা মাঠে আরিফুল ও আকরাম আলী সহ একদল যুবক ক্রিকেট খেলছিল। খেলার এক পর্যায়ে দু’জনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে আকরাম ক্রিকেট ব্যাট দিয়ে আরিফুলের মাথায় সজোরে আঘাত করে। এতে আরিফুল গুরুত্বর জখম হয়। আকরাম সহ খেলার অন্যান্য সাথীরা দ্রুত আরিফুলকে প্রথমে স্থানীয় ল্যাম্ব হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাতেই রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৪টার দিকে সে মারা যায়।
ঘাতক আকরাম আলীকে (১৯) পার্বতীপুর মডেল থানা পুলিশ আটক করেছে। আকরাম গোবিন্দপুর দোলাপাড়া গ্রামের শাহিনুর ইসলামের ছেলে এবং গোবিন্দপুর বায়তুল আমান ফাজিল মাদরাসার দশম শ্রেণির ছাত্র।
পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাটিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ