হবিগঞ্জ : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ দেউন্দি সড়কের মোড়ে পাথর ও মাছভর্তি দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে আনারুল ওরফে এজাজুর রহমান (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানোর পর পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
নিহত এজাজুর রহমান মাছভর্তি ট্রাকের চালক ছিলেন। তিনি যশোর সদরের হাসেমপুরের মৃত কাউসার হোসেনের ছেলে। আহতরা মাছ ও পাথরভর্তি ট্রাকের চালক ও হেলপার। স্থানীয় সূত্র জানায়, ঢাকাগামী পাথর ও সিলেটগামী মাছভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।