ডোমার প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় গত বছরের ৫ জানুয়ারীর সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সহিংসতার মামলায় দুই সাংবাদিকের নাম অর্ন্তভুক্তির প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরা করে অবস্থান কর্মসূচি পালনের পালন করেছে।
সোমবার সকাল ১১টার দিকে সাংবাদিকবৃন্দের ব্যানারে ডোমার বাজার রেলঘুন্টি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে সেখানে দুই ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করে। অবস্থান কর্মসুচি চলাকালে ডোমার প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, তোজাম্মেল হোসেন মঞ্জু, রওশন রশীদ, আবু ফাত্তাহ কামাল পাখি, এআই পলাশ, জুয়েল বসুনিয়া প্রমুখ।
অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ শেষে মিথ্যা মামলা থেকে দুই সাংবাদিকের নাম প্রত্যাহার ও ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন এবং মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমামের অবিলম্বে অপসারণ দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউর রহমানের নিকট স্মারক লিপি প্রদান করেন সাংবাদিকরা।
এর আগে গত ২৯ এপ্রিল সকালে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি ও ২ মে কলম বিরতী কর্মসূচি পালন করে ডোমার উপজেলার সাংবাদিকরা।
স্মারক লিপিতে সাংবাদিকরা অভিযোগ করেন, ডোমার থানা পুলিশের বিভিন্ন অনিয়ম-দূর্ণীতির সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে । এতে পুলিশ ক্ষুদ্ধ হয়ে ডোমার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের ডোমার প্রতিনিধি মোজাফ্ফর আলী এবং তার ছেলে প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও অনলাইন পত্রিকা রাইজিং বিডির প্রতিনিধি ইয়াসিন মোহাম্মদ সিথুনের নামে গত বছরের ৫ জানুয়ারীর সংসদ নির্বাচনে উপজেলার সোনারায় ইউনিয়নের বড়গাছা দরগাপাড়া মাদ্রাসা ভোট কেন্দ্রে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় জড়িয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। সেদিনের ওই সহিংসতার ঘটনার সঙ্গে ওই দুই সাংবাদিকের কোন সংশ্লিষ্টা নেই। অথচো পুলিশের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে ডোমারে কর্মরত সাংবাদিকরা সংবাদ প্রকাশ করায় ডোমার থানার ওসির নেতৃত্বে সাংবাদিকদের কণ্ঠ রোধের অপচেষ্টায় ওই দুই সাংবাদিকে মামলায় জড়ানো হয়েছে বলে তাদের দাবি করা হয় স্মারক লিপিতে।
হয়রানীমূলক ওই মামলা থেকে দুই সাংবাদিকের নাম প্রত্যাহারসহ ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন ও মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমানের অপসারণ দাবি করেন। অন্যথায় আরো কঠোর আন্দোল কর্মসূচির ঘোষণা করা হবে বলে দাবি করা হয় স্মারক লিপিতে।
সাংবাদিকদের উপজেলা পরিষদ ঘেরাও এবং অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদানের বিষয়টি নিশ্চিত করে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউর রহমান জানান, সাংবাদিকদের আশ্বস্ত করা হয়েছে তাদে দাবির উদ্ধত্বন কতৃপক্ষকে অবহিত করা হবে।
উলে¬খ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারীর জাতীয় সংসদ নির্বাচনে ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের বড়গাছা দরগাপাড়া মাদ্রাসা ভোট কেন্দ্রে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৭ জানুয়ারী ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা একেএম হুমায়ুন করীর অজ্ঞাতনামা ৩৫ থেকে ৪০ জনের নামে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার ১৫ মাস পর ওই মামলায় পুলিশ গত ২৩ এপ্রিল দুই সাংবাদিকসহ বিএনপি-জামায়াতের ৪০ নেতাকর্মীর নামে আদালতে অভিযোগ দাখিল করেন।