• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৩৬ পূর্বাহ্ন |

রংপুরে ২৩ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার

yabaরংপুর: প্রায় ৭০ লক্ষ টাকার ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩’র সদস্যরা। রংপুরে বিভাগে র‌্যাবের অভিযানে সবচেয়ে বড় ইয়াবার চালান আটক বলে নিশ্চিত করেন কর্তৃপক্ষ। সোমবার সকাল সাড়ে ১১টায় রংপুর মহানগরীর শাপলা চত্ত্বরস্থ র‌্যাব-১৩ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান র‌্যাব-১৩’র অধিনায়ক কিসমত হায়াৎ।

অধিনায়ক কিসমত হায়াৎ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল রংপুর মহানগরীর দর্শনা ভুরারঘাট এলাকায় রোববার সন্ধ্যা ৬টায় এক বাড়িতে মাদক কেনার উদ্দেশে ছদ্মবেশে অভিযানে যায়। ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় র‌্যাব সেখান থেকে ২৩ হাজার ৩০০ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ৮৭ হাজার টাকা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী আমিনুল ইসলাম (২৭)কে গ্রেপ্তার করে।

তিনি জানান, আটক আমিনুল ইসলাম এর আগেও গাঁজাসহ র‌্যাব-১৩’র হাতেই গ্রেপ্তার হয়েছিলো। পরবর্তীতে আইনের ফাঁক ফোকরে বেড়িয়ে সে এখন ইয়াবার ব্যবসায় জড়িয়ে পড়ে।

র‌্যাব অধিনায়ক জানান, উদ্ধার হওয়া ইয়াবা করতোয়া কুরিয়ার সার্ভিসে কন্ডিশনের মাধ্যমে পাঠানো হয়েছে। তবে চালানের মেমো নম্বরের সাথে কুরিয়ারের কার্টুনে লেখা নম্বরের সংখ্যা কম বেশি হওয়ায় এতে কুরিয়ার সার্ভিসের কর্তারাও জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি।

তিনি দাবি করেন, আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি এড়াতে মাদক ব্যবসায়ীরা কৌশল পাল্টিয়ে শিক্ষা উপকরণ বই, ডায়েরীসহ ইত্যাদি সামগ্রীর মাঝখানে কেটে গর্ত করে ইয়াবা সারাদেশে পাচার করছে। রংপুর র‌্যাব-১৩ গত দুই সপ্তাহ ধরে এর পেছনে লেগে থেকে এই বড় চালানটি আটকে সক্ষম হয়েছে।

রংপুর বিভাগকে ভয়াবহ মাদকের কড়াল গ্রাস থেকে রক্ষা করতে গণমাধ্যমকর্মীসহ সকল সচেতন মহলের সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন র‌্যাব-১৩’র সহকারি পরিচালক মোঃ রফিকুল হাসান ইবনে রহমান (এএসপি), মোঃ মোকাদ্দেস আলী (ডিএডি)সহ র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ