ডিমলা প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলার জামায়াতের আমির আব্দুর সাত্তার (৫০) গ্রেফতার হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ডিমলা উপজেলা জামায়াত কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে ডিমলা থানা পুলিশ।
আব্দুল সাত্তার জামায়াতের নেতার পাশাপাশি ডিমলা নিজপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ডিমলা উপজেলার দক্ষিণ তিতপাড়া গ্রামের মৃত সহির উদ্দিনের পুত্র।
ডিমলা থানার ওসি রহুল আমিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, একটি নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে।