গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার হোসেনপুর ইউনিয়নের করতোয়াপাড়ায় কালিমন্দিরে বাৎসরিক মূর্তি উত্তোলন উপলক্ষ্যে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে অংশ গ্রহণকারি নারায়নগঞ্জের এক যুবক জনি চন্দ্র কর্মকার (৩০) বুধবার সকালে পার্শ্ববর্তী করতোয়া নদীতে ডুবে মারা গেছেন। জনি চন্দ্র কর্মকার নায়ারনগঞ্জ শহরের কালীরবাজার এলাকার গোপাল চন্দ্র কর্মকারের ছেলে।
হোসেনপুর ইউনিয়নের করতোয়াপাড়ার কালিমন্দিরের ঠাকুর (পুরোধা) দুলাল চন্দ্র প্রতি বাংলা সালের ২২ বৈশাখ (পঞ্জিকা মতে) মাটির নিচ থেকে দেব-দেবীর মুর্তি উত্তোলন ও নদীতে ডুব দিয়ে প্রসাদ তুলে ভক্তদের মধ্যে বিতরণ করেন। পার্শ্ববর্তী ভারতসহ এদেশের বিভিন্ন এলাকার হাজারো ভক্তের সমাগম ঘটে এদিন করতোয়াপাড়ায়।
দুলাল ঠাকুরের প্রসাদ গ্রহণ করে নদীতে স্নান করতে গেলে জনি চন্দ্র কর্মকার নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তার কোন সন্ধান না পাওয়ায় রংপুরের ফায়ার সার্ভিসের ডুবুরিদের নিয়ে আসা হয়। তারা নদী থেকে জনির মৃতদেহ উদ্ধার করে।