ঢাকা: ‘ঢাকার উত্তর দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সুগভীর ষড়যন্ত্র ছিল। তারই অংশ হিসেবে তারা দুপুরের আগে ভোট বর্জন করে রাজনৈতিক ইস্যু তৈরি করার অপচেষ্টা করেছে।’
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া আজ সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়ন পরিষদের নবনির্মিত কমপ্লেক্স ভবনের উদ্বোধনের সময় এই মন্তব্য করেন। সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক স্বপন কুমার বিশ্বাস এক প্রেস বার্তায় এই তথ্য জানান।
ডেপুটি স্পিকার বলেন, ‘যদি কারচুপি হতো, তাহলে তারা ঢাকা ও চট্টগ্রাম দুই সিটি নির্বাচনে লাখ লাখ ভোট পেত না। তাদের পূর্বপরিকল্পনা ছিল এই নির্বাচন বানচাল করার। ২০ দলীয় জোট ভোটের মাঠে নেমে অরাজক অবস্থার সৃষ্টি করবে, নির্বাচন বানচাল করবে এবং ব্যর্থ হলে একটা অজুহাতে নির্বাচন বর্জন করবে- এটাই তাদের রাজনৈতিক পরিকল্পনা। কিন্তু প্রশাসন ও জনগণ সচেতন থাকায় তাদের পূর্বপরিকল্পনা ভেস্তে গেছে।’
তিনি আরো বলেন, ‘নির্বাচন সঠিক হয়েছে না বেঠিক হয়েছে- তা আমাদের দেশের জনগণই মূল্যায়ন করবে। বিদেশি বন্ধুদের হস্তক্ষেপ করার কিছু নেই। এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার।’
তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের জন্য তার জীবন উৎসর্গ করেছেন, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা করে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন করছেন। এদিকে তথাকথিত ২০ দল দেশে একের পর এক নাশকতা চালিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। তারা দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তিনি জনগণকে তাদের ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।