ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী, অনগ্রসর সম্প্রদায় ও দলিত সম্প্রদায় কোটায় ভর্তির জন্য নির্বাচিত ছাত্র-ছাত্রীদের আগামী ১০ মে থেকে ১৪ মে ভর্তি করা হবে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
শিক্ষার্থীকে ভর্তির সময় এসএসসি ও এইচএসসির নম্বরপত্র, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, জেলা প্রশাসন হতে প্রকৃত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, অনগ্রসর সম্প্রদায় ও দলিত সম্প্রদায়ের সনদপত্রের মূলকপি, প্রত্যয়ন ব্যতিত ১০ কপি রঙিন ছবি এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে।