বগুড়া: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর বলেছেন, দেশের ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরতে সরকার কাজ করছে। দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে সবইকে আন্তরিক হতে হবে।
বুধবার দুপুরে বগুড়ার শেরপুরে পল্লি উন্নয়ন একাডেমির লাইব্রেরি সেমিনার কক্ষে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং কোরিয়ান ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কোর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ওয়ার্কশপ অন প্রিপারেশন অব নমিনেশন ফাইলস ফর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্ট’ এর সমাপনি পর্বে প্রধান অতিথির বক্তৃতায় তিনি ওই কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশে যেসব প্রত্নতাত্ত্বিক সম্পদ রয়েছে তা রক্ষায় এবং বিশ্ব দরবারে তুলে ধরতে সরকারের পাশাপাশি দেশপ্রেমিক মানুষদের এগিয়ে আসতে হবে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক শিরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল কাউন্সিল ফর ইউনেস্কোর সেক্রেটারি মো. মুনজুর হোসেন, বগুড়ার জেলা প্রশাসক মো. শফিকুর রেজা বিশ্বাস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান প্রমুখ।
শেষে প্রধান অতিথি ওয়ার্কশপে অংশগ্রহণকারী দেশি বিদেশি নাগরিকদের হাতে সার্টিফিকেট তুলে দেন।