ঢাকা: দেশ আজ সন্ত্রাস, চাঁদাবাজির কবলে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
বুধবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের জাপার কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
বাবলু বলেন, ‘দেশ আজ সন্ত্রাস, চাঁদাবাজির কবলে পড়েছে। মানুষ একটি হতাশার মধ্যে পড়েছে। তারা পরিবর্তন চায়। আমরা একাত্তরে যে অধিকারের জন্য লড়াই করেছিলাম তা আজো অর্জিত হয়নি।’
তিনি আরো বলেন, ‘থাইল্যাণ্ডে গণকবরগুলোতে বাংলাদেশিদের যে মৃতদেহ মিলছে তাতে সরকারের উচিৎ ছিল দায়িত্বশীল হওয়া। ঘটনাটি সঠিকভাবে উদঘাটন করে তার জবাবদিহিতা করা কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছে। সরকার এ রকম ঘটনার পরও নিরব কেন? তারা কেন কোন ধরনের পদক্ষেপ নিচ্ছে না।’
জাপার শাসনকালে কোনো মানুষ হত্যা এবং পাচার হয়নি দাবি করে বাবলু বলেন, ‘আমাদের সময়ে কোনো মানুষ হত্যা ও পাচার হয়নি। মানুষ হত্যা ও পাচার শুরু হয়েছে বিএনপির সময় থেকে।’
জাপার এ নেতা আরো বলেন, ‘ইয়াবা একটি মরণ নেশা। এ নেশায় যুব সমাজ ধ্বংসের পথে। কে তাদের রক্ষা করবে? ৯১ সালের পর যত সরকারই এসেছে তাদের সবার সময়েই ইয়াবার প্রসার হয়েছে।’
বিএনপি ও আ.লীগকে উদ্দেশ্য করে জাপা মহাসচিব বলেন, ‘আমরা দ্বি-দলীয় রাজনীতি চাইনা। দু’দলই দেশের জনগণকে জিম্মি করে ফেলেছে। মানুষ আজ তাদের হাত থেকে মুক্তি চায়।’
জাপার যুগ্ম মহাসচিব ও সংগঠনের আহ্বায়ক লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, গোলাম মসিহ, যুব সংহতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ।