• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ খানসামায় আটক ৫ জুয়াড়ির ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড 

ময়মনসিংহে বজ্রপাতে স্কুল ছাত্রসহ ৫ জন নিহত

Bojropatময়মনসিংহ : ময়মনসিংহ জেলার ধোবাউড়া, হালুয়াঘাট, ফুলপুর উপজেলায় বৃহস্পতিবার পৃথক বজ্রপাতে ৫ জনের মৃত্যু ঘটেছে । এতে ৬ জন আহত হয়েছে।

জানা গেছে, ধোবাউড়া উপজেলায় বজ্রপাতে ২ স্কুলছাত্র নিহত ও ৩ জন আহত হয়েছে। এরা হচ্ছে ধোবাউড়া সদর ইউনিয়নের বাঘড়া কান্দাপাড়া গ্রামের আতর খানের ছেলে গুজিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র দেলোয়ার হোসেন (১২) ও তার বোন একই স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী রহিমা খাতুন (৯)। প্রতিদিনের মতো বারান্দায় বসে পড়ার সময় বজ্রপাতে তারা আহত হয়। ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।

আহত রহিমা খাতুন ও একই পরিবারের মোশারফ হোসেনকে (৩২) ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যদিকে দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের চারুয়াপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে ভেদীকুড়া জুনিয়র স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র মোশারফ হোসেন (১৪) নিজেদের বাড়িতে ঘরের বারান্দায় বসে পড়ার সময় বজ্রপাতে আহত হয়। তাকে ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ছাড়া দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পঞ্চনন্দপুর গ্রামের মৃত কছর আলীর ছেলে হারুন অর রশিদ (৪৫) বজ্রপাতে আহত হন। তাকেও ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে মোশারফ হোসেন (৩২) ও হারুন অর রশিদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হালুয়াঘাটে ধারা ইউনিয়নের পরুড়া পাড়া গ্রামের রুবেল করিম (৩২), বানিয়াকান্দা গ্রামের জমশেদ আলী (৫০) বজ্রপাতে মারা গেছেন এবং ৩ জন আহত হয়েছে। আহতরা হচ্ছেন আইসিন (১১), নূরজাহান (৪৫), আইমনা (৪৭)। অপরদিকে ফুলপুরের ধানার ভিটা গ্রামে বজ্রপাতে কফিল উদ্দিন (৫৫) নামের এক বাসিন্দা মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ