লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে পারিবারিক কলহের জের ধরে আপন বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই। বৃহস্পতিবার জেলার সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবারসূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে ওই এলাকার জামাল উদ্দিন মন্ডলের দুই ছেলের মধ্যে পরিবারিক কলহ চলে আসছিল। এরই জের ধরে বড় ভাই বুলেট (৪০) ছোট ভাই বুলবুলের (৩৫) মাথায় লাঠি দিয়ে আঘাত করলে ছোট ভাই বুলবুল ঘটনাস্থলেই মারা যান।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা হয়েছে।