সিসি ডেস্ক: রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে শুক্রবার রাতে এক অপহৃত শিশুকে উদ্ধার করেছে র্যাব। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে।
শনিবার র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ক্যাপ্টেন মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি দল সুত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত আব্বাসকে (৬)উদ্ধার করে। এ সময় চার অপহরণকারী নজরুল (৩০), সোহেল (২৬), ইমরান (২২) ও রতনকে (২৫) আটক করা হয়। আটকের সময় তাদের হেফাজত থেকে চীনের তৈরি ম্যাগাজিনসহ একটি পিস্তল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।