সিসি নিউজ: আজ শনিবার সকালে নীলফামারীর সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর বাজার সন্নিকটে কলাবাগান নামক স্থানে কোচের চাকায় পিষ্ট হয়ে তাসলিমা (৮) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। নিহত ওই স্কুল ছাত্রী পার্শ্ববর্তী আইসঢাল গ্রামের মাজেদুল ইসলামের কন্যা এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেনের ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক’জন শিশু ওই সময় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী নৈশ কোচটির (ঠাকুরগাঁ পরিবহন) চাকায় শিশুটিসহ একজন পথচারী চাকায় পিষ্ট হয়। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে প্রায় ৪৫ জন যাত্রী আহত হয়। আহতদের আশঙ্কাজনক অবস্থায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেয়ার পথে অজ্ঞাতনামা ওই পথচারী মারা যায়। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।