কিশোরগঞ্জ প্রতিনিধি: নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় শনিবার বিকেলে শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের আয়োজনে স্কুল এন্ড কলেজ চত্তরে রবীন্দ্র জন্ম জয়ন্তী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-০৪ আসনের সাংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইফ আলহাজ্ব শওকত চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন, উপজেলা চেয়ারম্যান মোঃ রশিদূল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিদ্দিকুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ মোঃ তরিকুল ইসলাম।
অনষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মালেক। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক রুমানা ফেরদৌস, মোছাঃ উম্মে মেরিনা। সংবর্ধনা অনুষ্ঠান শেষে উপজেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় এক মনোজ্ঞ সাংষ্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান হয়।