রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে বিশ্ব মা দিবসে মাদকাসক্ত পুত্রের কোদালের কোপে মা ছকিনা বেওয়া (৬০) খুন হয়েছেন। এ রোমহর্ষক ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যায় উমর মজিদ ইউপি’র ধনঞ্জয় এলাকায়। দুপুরে থানা পুলিশ মাদকাসক্ত খুনি পুত্র রবিউল ইসলাম (২৮) কে কালীরহাট নামক এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার উমর মজিদ ইউপি’র ধনঞ্জয় (মোল্লাপাড়া) গ্রামের মৃত আহাম্মদ হোসেনের নেশাগ্রস্থ পুত্র রবিউল ইসলাম (২৮) প্রতিদিনের ন্যায় রোববার তার মা ছকিনা বেওয়াকে নেশার টাকার জন্য চাপ প্রয়োগ করছিল। এক পর্যায়ে মা ছকিনা বেওয়া পুত্রকে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সে ক্ষিপ্ত হয়ে কোদাল দিয়ে কুপিয়ে তার মাকে হত্যা করে সে পালিয়ে যায়। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ রাতে ছকিনা বেগমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাজারহাট থানার ভারপ্রাপ্ত ওসি এস আই মো. ওয়াহেদুজ্জামান বলেন, লাশ সকালে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে এবং খুনি পুত্র রবিউল ইসলামকে কুড়িগ্রাম সদর থানাধীন কালীরহাট নামক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।