ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে পুলিশ অভিযান চালিয়ে ১’শ বোতল ফেন্সিডিল ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে। গত রোববার সন্ধ্যায় ফুলবাড়ী থানার এ এস আই হারুনের নেতৃত্বে পুলিশ উপজেলার বিদ্যাবাগিশ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১’শ বোতল ফেন্সিডিল সহ আয়নাল হক(৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আয়নাল হক পানিমাছকুটি গ্রামের মৃত ইসমাইল হোসেনের পুত্র। আয়নালের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রয়ন আইনে একটি মামলা হয়েছে।
অন্যদিকে একই সময়ে ফুলবাড়ী থানার এস আই আমির হোসেনের নেতৃত্বে পুলিশ উপজেলার কুরুষা ফেরুষা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮কেজি গাঁজা উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে এসময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ পলাতক দেখিয়ে প্রফুল্ল চন্দ্র(৩৫) নামের এক মাদক ব্যবসায়ীর নামে মামলা দায়ের করে। প্রফুল্ল চন্দ্র পূর্ব কুরুসা ফেরুসা গ্রামের হরেন্দ্র নাথের পুত্র।
এব্যাপারে ফুলবাড়ী থানার ওসি বজলুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।