সিসি নিউজ: মোবাইল ফোনে রিংটোন হিসেবে জাতীয় সংগীত ব্যবহার নিষিদ্ধ করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে রিংটোন হিসেবে জাতীয় সংগীতের ব্যবহার চূড়ান্তভাবে নিষিদ্ধ হলো।
সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এ ছাড়া মোবাইল অপারেটরগুলোকে ৫০ লাখ টাকা জরিমানার যে আদেশ হাইকোর্ট দিয়েছেন, তা পুনর্বিবেচনা করে ৩০ লাখ টাকা করা হয়েছে।
আদালতে মোবাইল অপারেটদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। অপরদিকে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ সায়ীদ।
এর আগে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১০ সালের ৫ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ মোবাইল ফোনে রিংটোন ও ওয়েলকাম টোন হিসেবে জাতীয় সংগীত ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে রায় দেন।