• বুধবার, ০৮ মে ২০২৪, ০৬:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী সৈয়দপুরে অনুষ্ঠিত হলো এয়ার এ্যাস্ট্রা’র বিজনেস পার্টনার মিট নীলফামারীতে প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থানে সেমিনার নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি: নীলফামারীতে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা এসএসসির ফল ১২ মে শুক্রবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট জয়পুরহাটে নুরুন্নবী হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৫জনের যাবজ্জীবন

রিমান্ড শেষে মেয়র মান্নান কারাগারে

mannanগাজীপুর : একদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নানকে ফের কাশিমপুর ঢাকা কেন্দ্রীয় কারগারে পাঠানো হয়েছে। রিমান্ড শেষে সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করলে বিচারক জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

গাজীপুর আদালতের ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম জানান, গত বছর ৫ নভেম্বর গাজীপুর মহানগরের মালেকেরবাড়ি এলাকায় একটি প্রাইভেট কার এবং একটি কাভার্ডভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গত বুধবার আদালত অধ্যাপক এমএ মান্নানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে গত রোববার তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে জয়দেবপুর থানা পুলিশ।

জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে তাকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারজানা খানের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ওই আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ পাঠানো হয়।

মেয়র মান্নানের আইনজীবী মঞ্জুর মোর্শেদ প্রিন্স জানান, আমরা জামিনের আবেদন করি। শুনানি শেষে বিচারক জমিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরো জানান, মেয়র মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর, শ্রীপুর ও কালিয়াকৈর থানায় আরো ৬টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ৩টিতে তিনি জামিনে রয়েছেন।

এ ছাড়া ২৭ ডিসেম্বর বিএনপির ডাকা হরতাল চলাকালে সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় সাংবাদিক বহনকারী একটি মাইক্রোবাস এবং একটি লেগুনা ভাঙচুরের ঘটনায় এক সাংবাদিকের মামলায় চার্জশিট দাখিল করেছে পুলিশ। আগামী ১২ মে চার্জশিটটি শুনানির জন্য দিন ধার্য্য করেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ