রংপুর : রংপুরে বিভিন্ন মামলায় ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর মো. ফরহাদ দ্য রিপোর্টকে জানান, জেলা পুলিশের অভিযানে কোতয়ালী থানা থেকে ১৯ জন, মিঠাপুকুর, পীরগাছা, পীরগঞ্জ ও বদরগঞ্জে তিনজন করে, গঙ্গাচড়ায় ছয়জন, কাউনিয়ায় সাতজন এবং তারাগঞ্জ থেকে একজন গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে স্ব স্ব থানায় মাদক বিক্রি, মাদক সেবন, জুয়া, হত্যা, খুন, ডাকাতি, চুরি, রাহাজানি, ছিনতাই ও জিআর মামলা রয়েছে।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন দ্য রিপোর্টকে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে