রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ২৯ মে দুপুর আড়াইটায় এ গণসংবর্ধনার আয়োজন করা হবে। গত বৃহস্পতিবার রাতে অনানুষ্ঠানিক এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সভা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজধানীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে সহস্র নাগরিক কমিটির আহ্বায়ক সব্যসাচী লেখ সৈয়দ শামসুল হককে চেয়াম্যান করে ২০২ জনের একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও জাতীয় সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এ কমিটির সভাপতি। অন্যদিকে সদস্য সচিব করা হয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমকে।
এছাড়া ঢাকার নবনির্বাচিত দুই মেয়রসহ আওয়ামী লীগের ঢাকা মহানগর কমিটি, সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা এ কমিটির সদস্য। ওই কমিটিতে ২০২ জনের মধ্যে আওয়ামী লীগের সিনিয়র নেতারা ছাড়া প্রফেসর অ্যামিরেটস আনিসুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিয়ার রহমান, সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. ফরাসউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী, কবি নির্মলেন্দু গুণ, কে এম সফিউল্লাহসহ মুক্তিযুদ্ধের পক্ষের বুদ্ধিজীবীদের রাখা হয়েছে।