চট্টগ্রাম: চট্টগ্রাম বাঁশখালী নাপোড়া এলাকায় বজ্রপাতে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতারা হল- মোহাম্মদ মোবারক হোসেন (১০) ও তার ছোট বোন জান্নাতুল বাকিয়া (৮)। তারা পূর্ব চালিয়া পাড়ার নুরুল আমিনের ছেলে-মেয়ে।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হীরক পাল জানান, সকালে বজ্রপাতে আহত দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তারা মারা যায়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার দ্য রিপোর্টকে জানান, সকাল ৯টার দিকে ওই এলাকায় ঝড়ো হাওয়াসহ বজ্রপাত হলে বাড়ির সামনে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়।