এছাড়া তিনি ১৮ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে যুব প্রশিক্ষণ কেন্দ্র, তিন কোটি ৫৩ লাখে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উপকেন্দ্র, ১০ কোটি টাকা ব্যয়ে চক্ষু হাসপাতাল, এক কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীর কলেজের একাডেমিক ভবন ও দুই কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে গোমস্তাপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন করবেন।
একই সঙ্গে জেলা সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ, আমনুরায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, কানসাট-গোমস্তাপুর-ভোলাহাট সড়কের উন্নয়ন ও পদ্মার ভাঙন থেকে আলাতুলি রক্ষা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।