খাগড়াছড়ি : খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার দুর্গম মনারটেক গ্রামে শৌচাগারের গর্তে পড়ে দৈনিক ভোরের কাগজ-এর উপজেলা প্রতিনিধি প্রদীপ শশীসহ তার অপর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গ্যাসের বিষক্রিয়ায় আরো দুজন অসুস্থ হয়েছে।
রোববার রাত পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে। মৃত অপর দুই ভাই হলেন হেভেন্টু চাকমা (৩৫) ও উভেন্টু চাকমা (৩২)।
প্রদীপ শশী চাকমার স্ত্রী উজ্জলা চাকমা জানান, রাতে উভেন্টু চাকমা বাড়ির পাশের শৌচাগারে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে স্ল্যাব ভেঙে প্রায় ১৫ ফুট গভীরে পড়ে যায়। ছোট ভাইয়ের চিৎকার শুনে প্রদীপ ও হেভেন্ট উদ্ধার করতে যান। পরে শৌচাগারের গর্তে পড়ে তিনজনই অজ্ঞান হয়ে পড়েন।
প্রতিবেশী উজ্জ্বল চাকমা জানান, তারা খবর পেয়ে গর্ত থেকে তিন ভাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ছাড়া গ্যাসের বিষক্রিয়ায় রিপন চাকমা (২০) ও বাবলু চাকমা (২২) নামে আরো দুজন অসুস্থ হয়েছেন। তারা মহালছড়ি হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাক্তার তানজিল ফরহাদ জানান, হাসপাতালে তিনজনকেই মৃত অবস্থায় আনা হয়। দীর্ঘদিনের জমে থাকা গ্যাসের ক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেমায়ুন কবির তিন ভাইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, লাশ পারিবারিকভাবে সৎকার করার প্রস্তুতি চলছে।