ঢাকা: মোট ২৫টি পণ্যের মান নিয়ন্ত্রণ সংস্থা বিএসটিআই এর সনদ গ্রহণ করতে সম্মত হয়েছে ভারত। এ ব্যাপারে পরে ভারতীয় কর্তৃপক্ষ প্রজ্ঞাপন জারি করবে বলে জানিয়েছে। এছাড়া ভারত থেকে আমদানি করা নিত্যপণ্য নিষেধাজ্ঞার বাইরে রাখতেও সম্মত হয়েছে দু’দেশ।
রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ-ভারত বাণিজ্য সচিব পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়।
বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েত উল্লাহ মামুন বলেন, ‘ভৌগলিক, ঐতিহাসিক এবং ঐহিত্যগতভাবে বাংলাদেশ-ভারতের মধ্যে দীর্ঘ দিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। বৈঠকে দু’দেশের বিদ্যমান সম্পর্ক আরো জোরদার করতে আমরা একমত হয়েছি।’
এছাড়া ভারত-বাংলাদেশের সঙ্গে বিদ্যমন সীমান্ত হাটের বাণিজ্য বাড়াতে একসঙ্গে ৫০ জন এবং প্রত্যেকে সর্বোচ্চ ১০০ ডলারের পণ্য বেচাকেনা করতে পারবে।
ভারতের বাণিজ্য সচিব শ্রী রাজীব খের বলেন, ‘বৈঠকে অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। মূল উদ্দেশ্য দু’টি: এর মধ্যে দু’দেশের বাণিজ্য সম্পর্ক জোরদার করা এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে উপ-আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি।’
পরে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার রায় বলেন, ‘ভারতের কাছে বাংলাদেশের দাবি ছিল বেনাপোল সীমান্তে ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি), ফেনী নদীর উপর ব্রিজ নির্মাণ করা। দুটোর ব্যাপারেই তারা সম্মতি দিয়েছে। তাছাড়া তৈরি পোশাক খাতে ভারত আরোপিত ভর্তুকি-বিরুদ্ধ শুল্ক (কাউন্টার ভেইলিং ডিউটি বা সিভিডি) প্রত্যাহার করার আহ্বান জানানো হয়েছে। তারা পরবর্তিতে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তের কথা জানিয়েছেন।’
এছাড়া ভারত পক্ষ থেকে বাংলাদেশকে ২২৫টি স্পর্শকাতর পণ্যের তালিকা প্রত্যাহার করার অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, ইতোমধ্যে ২৩ পণ্যের তালিকা প্রত্যাহার করা হয়েছে। আরো কিছু পণ্যের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে যা আগামীতে সাফটার তৃতীয় বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে।