খানসামা প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় আরমান হোসেন (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মো. গোলজার রহমান (১৮) নামে অপর আরোহী।
নিহত আরমান হোসেন উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের ভেড়ভেড়ী গ্রামের মৃত জিয়াউর রহমানের ছেলে। আহত গোলজার একই ইউনিয়নের খামার বৃষ্ণপুর গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় উপজেলার চৌরঙ্গী তেবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মো. আবদুল লতিফ জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় মোটরসাইকেল নিয়ে মো. আরমান হোসেন এবং মো. গোলজার রহমান খানসামা উপজেলা সদর থেকে বাড়ি যাওয়ার পথে চৌরঙ্গী তেবাড়িয়া নামক স্থানে বিপরীতগামী একটি ট্রাক্টর ধাক্কা দিলে ঘটনাস্থলেই আরমান হোসেন মারা যান। আহত অবস্থায় পথচারীরা গোলজার রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃষ্ণ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।