ফুলবাড়ী/নবাবগঞ্জ প্রতিনিধি: দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের হেলেনচা গ্রামে ব্র্যাকের হাব্রিড ধান সাথির বাম্পার ফলনের মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়ের হেলেনচা গ্রামে চাষী তহিদুল ইসলাম এর আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ভাদুরিয়ার ইউনিয়েনের হেলেনচা গ্রামের মৃত দলিল উদ্দিনের পুত্র কৃষক মোঃ তহিদুল ইসলাম ব্র্যাকের হাব্রিড ধান সাথি চাষ করে ব্যাপক সাফল্য অর্জন করেছেন। ব্র্যাকের মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের মার্কেটিং অফিসার মোঃ মামুদ হাসান, ডিলার: মোঃ সাদেকুল ইসলাম ও সার ডিলার মোঃ তহিদুল ইসলাম। মাঠ দিবসে ঐ এলাকার ৭০ থেকে ৮০ জন চাষী উপস্থিত ছিলেন। এছাড়া এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ এবং কৃষক বৃন্দ উপস্থিত ছিলেন।