চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : হাত বাড়ালেই যেখানে মাদক পাওয়া যায় সেটি হচ্ছে চিরিরবন্দরে বিন্যাকুড়ি।
উপজেলার বিন্যাকুড়ি হাট ও তার আশ-পাশে ফেন্সিডিল, গাঁজাসহ সকল প্রকার মাদকদ্রব্য অনায়াসে পাওয়া যায়। ফলে এলাকার উঠতি যুকেরা মাদকের মরণ গ্রাসে ধ্বংস হচ্ছে। ধ্বংস হচ্ছে শিক্ষা ব্যবস্থা। এ পয়েন্টে অনেক মাদক ব্যবসায়ী থাকলেও বিন্যাকুড়ি বদর পাড়ার কাইছালুর পুত্র মোকলেছুর রহমানের দাপট অনেক বেশি বলে নাম প্রকাশে অনিচ্ছুক অনেক এলাকাবাসী ও অভিভাবক অভিযোগ করেছেন। তারা আরো অভিযোগ করেন যে, এ বিষয়ে স্থানীয় প্রশাসনের নিকট অভিযোগ করেও কোন লাভ হচ্ছে না। এ বিষয়ে এলাকাবাসী ও অভিভাবকরা মাদক বিক্রি বন্ধ ও যুব সমাজকে রক্ষা করতে সংশ্লিষ্ট দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।