পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে রেজিষ্ট্রেশন বিহীন ২৭টি মটর সাইকেল জব্দ করেছে জয়পুরহাট ট্রাফিক পুলিশ। গত দুদিনে ট্রাফিকের টি আই বেয়ায়েত হোসেনের নেতৃত্বে পাঁচমাথায় অভিযান চালিয়ে রেজিষ্ট্রেশন বিহীন ও কাগজপত্র ক্রটি থাকায় ২৭টি মটরসাইকেল জব্দ করে। পরে মটর সাইকেলগুলি বিভিন্ন ধারায় মামলা দিয়ে থানায় জমা দেয় বলে জানায়, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল বলেন এই ধরনের রেজিষ্ট্রেশন বিহীন মটর সাইকেল জব্দ অভিযান অব্যাহত থাকবে।
গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
জয়পুরহাটের পাঁচবিবিতে পৌরসভা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে বুধবার। প্যানেল মেয়র নূর হোসেন নূরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর উদ্দিন আল ফারুক। বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা শরিফ হোসেন, অধ্যাপক (অবঃ) পরিতোষ ঘোষ, সমিরণ নেছা মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসন প্রমুখ। উদ্বোধনী খেলায় রামতনু সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বালিঘাটা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।