বিনোদন ডেস্ক: নবাগত চলচ্চিত্র অভিনেত্রী রুমানা ইসলাম নীড় ‘ভালোবাসি কত বোঝাবো কেমনে’ ছবিটিতে অভিনয় করছেন। এতে তার বিপরীতে নায়ক হিসেবে রয়েছেন জয় চৌধুরী । ছবিটি পরিচালনা করছেন রুহুল আমিন। এ সম্পর্কে রুহুল আমিন জানিয়েছেন, সম্পূর্ণ প্রেমের একটা গল্প নিয়ে ছবিটি নির্মাণ করছি। এরই মাঝে ছবিটির ৭০ ভাগ কাজ শেষ হয়ে। জুন মাস থেকে ছবিটির শুটিং আবার শুরু করবো। গত বছর নীড় অভিনীত ‘ভালবাসলে দোষ কি তাতে’ ছবিটি মুক্তি পেয়েছিলো । এদিকে ‘উতালা মন’ নামের ছবিতে অভিনয় করতে গিয়ে প্রযোজকের বিরুদ্ধে খারাপ প্রস্তাব দেয়ার অভিযোগ আনেন নীড়। পরে সব সমস্যার অবসান ঘটিয়ে গেল ১৯ মার্চ, থেকে গাজীপুরে আবারও উতলা মন সিনেমার শুটিংয়ে অংশ নেন চিত্রনায়িকা রুমানা ইসলাম নীড়। তবে তার আগ মুহূর্ত পর্যন্ত জল ভালো মতোই ঘোলা করেন এই নবাগত নায়িকা।