সিসি নিউজ: হাকিমপুর স্থলবন্দরের ট্রাক মালিক গ্রুপের যুগ্ম-সাধারণ সম্পাদক হযরত আলী (৩৯) ও তার ভাতিজা রবিকে (১৮) কুপিয়ে ছিনতাইকারীরা ৩৩ রাখ টাকা নিয়েছে গেছে। আজ শনিবার সকাল ৯টার দিকে সৈয়দপুর ইসলামী ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় পার্বতীপুর উপজেলার ফুলবাড়ি সড়কের হলদি নামক এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, হাকিমপুর স্থলবন্দরের ট্রাক মালিক গ্রুপের যুগ্ম-সাধারণ সম্পাদক হযরত আলী ও তার ভাতিজা রবি সকাল ৯টার দিকে মোটরসাইকেলে করে সৈয়দপুর ইসলামী ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন। উপজেলার ফুলবাড়ি সড়কের হলদি নামক এলাকায় পৌঁছলে ছিনতাইকারীরা তাদের পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে ৩৩ লাখ টাকা নিয়ে যায়। স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হযরত আলীর গলায় ১২টি সেলাই দেয়া হয়েছে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পুরাতন ধান হাটে সন্তোষ কুমার রায় (৩৫) নামে এক ধান ব্যবসায়ীর ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে ২ ছিনতাইকারী। তাকেও পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।